Visa Types for Nonimmigrant Visa

নন ইমিগ্র্যান্ট ভিসা কিঃ নন ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিতে যে কোনো পর্যটক, ব্যবসায়ী ব্যক্তি, শিক্ষার্থী বা বিশেষ কর্মী যারা নির্দিষ্ট উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময়ের জন্য থাকতে চান।
Common Nonimmigrant Visas : 1. Business/Tourist Visa 2. Work Visa 3. Student Visa 4. Exchange Visitor Visa 5. Transit/Ship Crew Visa 6. Religious Worker Visa 7. Domestic Employee Visa 8. Journalist and Media Visa

DS 160 ফর্মে নিম্নে উল্লেখিত অংশ সমুহ থাকে, সুতরাং প্রত্যেকটি জিজ্ঞাসা অবশ্যই নির্ভুলভাবে প্রদান করতে হবে,

All the information that needs to be provided in this section is shown below

আপনার পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে যেমন আপনার পাসপোর্টের ড্যাটা পেজ বা আপনার ছবি সম্বলিত পেজটিতে Surname Name অংশে যা লিখা আছে তা হলো  Sirname বা Last Name

আপনার পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে যেমন আপনার পাসপোর্টের ড্যাটা পেজ বা আপনার ছবি সম্বলিত পেজটিতে Family Name অংশে যা লিখা আছে তা হলো First Name

আপনার পাসপোর্ট/এনআইডি/জন্ম সনদ এর ভিতর উল্লেখিত সকল তথ্য অনুযায়ী ভিসা ফর্মটি ফিল আপ করাই উত্তম সেক্ষেত্রে যদি বাংলা অক্ষর বসিয়ে আপনার নিজ পুরো নাম লিখতে পারলে ভালো, নতুবা Does Not Apply/Technology Not Available এ ক্লিক করে এই কলাম ত্যাগ করুন।

আপনার পাসপোর্ট/এনআইডি/জন্ম সনদ এর বাহিরে যদি অন্য  নাম ব্যবহৃত হয়ে থাকে সে ক্ষেত্রে যেমন ডাক নাম, ধর্মীয় নাম, পেশাদার নাম বা অন্য যে কোনও নাম যা আপনি অতীতে পরিচিত বা পরিচিত ছিলেন তা এই কলামে লিখতে হবে।

টেলিকোডগুলি ৪ ডিজিটের কোড নম্বর দিয়ে হয়ে থাকে, যা অনেকেই বিশেষ ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এ ক্ষেত্রে আপনি আপনার জন্য প্রযোজ্য মনে করলে তা লিখে দিবেন অন্যথায় No এ ক্লিক করে পরবর্তী কলামে চলে যাবেন।

Sex কি? সাধারণত আবেদনকারী বালক না বালিকা / ছেলে বা মেয়ে বা পুরুষ না মহিলা তা নিশ্চিত করা, তাই এখানে Male এবং Female শব্দ দুটি ব্যবহার করা হয়েছে, তাই আপনি পুরুষ হোন তাহলে Male বাটনে ক্লিক করুন আর যদি মহিলা হোন তাহলে Female বাটনে ক্লিক করুন বা সিলেক্ট করুন।

আপনার পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে যেমন আপনার পাসপোর্টের ড্যাটা পেজ বা আপনার ছবি সম্বলিত পেজটিতে যেভাবে আপনার জন্ম তারিখ লিখা আছে ঠিক হুবুহু সেইভাবে আপনার জন্ম তারিখ লিখুন এবং পাসপোর্টে যেভাবে জন্মস্থান লিখা আছে সেই ভাবে তা লিখুন। মনেরাখবেন জন্ম তারিখ এবং জন্মস্থানের নামের বানানে যেন কোনোভাবেই ভূল না হয়। 

City এর বেলায় আপনি যে জেলার অধিনে জন্ম গ্রহণ করেছেন সেই জেলার নাম লিখে দিতে হবে। মনে রাখবেন আপনি যদি সিলেট বিভাগের সুনামগাঞ্জ জেলায় জন্মগ্রহন করে থাকেন আর আপনি বর্তমানে বাংলাদেশের যে কোনো জেলায় বসবাস করতেছেন সে ক্ষেত্রে জন্মস্থান জেলার নামই এখানে লিখতে হবে।

বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে State বা Province এর প্রয়োজন হয় না তাই তা সিলেক্ট কিংবা লিখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি নিচের Does Not Apply লিখা বক্সটি সিলেক্ট করে দিন।

Country / Region এর ক্ষেত্রে আপনি আপনার নিজ দেশের নাম Select করুন।

আপনি যদি একসাথে দুইটি দেশের নাগরিকত্ব বহন করে থাকেন সেক্ষেত্রে তা লিখতে হবে। বাংলাদেশের অনেক নাগরিকরা ডোয়েল সিটিজেনশীপ এর আওতায় আছেন, সুতরাং আবেদনকারী যদি এমনটির আওতায় পড়েন তাহলে Yes অপশনে ক্লিক করুন আর না হলে No তে ক্লিক করুন।

উপরের কলামে আপনি  আপনার নিজ দেশের নাগরিকত্ব ছাড়াও অন্য যে দেশের নাগরিকত্ব ঘোষণা করেছেন এ ক্ষেত্রে আপনি কি ঐ দেশের স্থায়ী বাসিন্দা ?  যদি তা ই হয়ে থাকেন সেক্ষেত্রে Yes অপশন সিলেক্ট করুন, আর না হয়ে থাকলে No অপশন সিলেক্ট করুন।

আপনি আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বারটি হুবুহু বসিয়ে দিন। আপনি যদি স্মার্ট কার্ড পেয়ে থাকেন সে ক্ষেত্রে স্মার্ট কার্ডে যে নম্বর উল্লেখ করা আছে  তা ই লিখে দিবেন, ভুলেও স্মার্ট কার্ড পাওয়ার আগে যে কার্ডটি ব্যবহার করতেন তাতে উল্লেখিত নম্বর সমুহ লিখে দিবেন না। আর আপনি যদি এখনও স্মার্ট কার্ড না পেয়ে থাকেন সে ক্ষেত্রে বর্তমান এন আই ডি কার্ডের উপর যে নম্বর লিখা আছে সেই নম্বরগুলি লিখে দিন।

আবেদনকারীর যদি  US Social Security Number থাকে সে ক্ষেত্রে তা লিখে দিন নতুবা Does Not Apply তে ক্লিক করে পরের কলামে চলে যেতে পারেন।

আবেদনকারীর যদি  US Tax Payer Number থাকে সে ক্ষেত্রে তা লিখে দিন নতুবা Does Not Apply তে ক্লিক করে পরের কলামে চলে যেতে পারেন।

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

All the information that needs to be provided in this section is shown below

Coming Soon

Please call us if you are in trouble / যে কোনো সমস্যায় আমাদেরকে কল করুন