
About Copyright
There is no substitute for copyright protection for any theme, logo, design, patent design, music, drama, movie, product wrap, slogan, audio-video, web site, Facebook page, etc. created from intellectual property or your thoughts. Therefore, it is very important to protect the institutional or personal merit-based assets by registering it under the Bangladesh Copyright Act.
(The various actions covered by the Bangladesh Copyright Act are mentioned below)
মেধাসম্পদ বা আপনার চিন্তা-ভাবনা থেকে সৃষ্টি যে কোনো থিম, লোগো, ডিজাইন, পেটেন্ট ডিজাইন, সংগীত, নাটক, সিনেমা, পণ্যের মোড়ক, স্লোগান, অডিও-ভিডিও, ওয়েব সাইট, ফেসবুক পেজ ইত্যাদি সুরক্ষায় কপিরাইটের বিকল্প নেই। তাই বাংলাদেশ কপিরাইট আইনে তা রেজিষ্ট্রেশন করে প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত মেধাভিত্তিক সম্পদকে সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপুর্ণ।
Literary Work
The subjects that can be registered under the Bangladesh Copyright Act are: stories, poems, novels, essays, research information, travel stories, drama manuscripts, film manuscripts, news / research reports, textbook manuals, grammar / dictionary, translation works, slogans. , Lyric poems, dialogues adapted in Bengali, information on innovative ideas.
সাহিত্য কর্ম
সাহিত্য কর্মে যে সকল বিষয় সমুহ বাংলাদেশ কপিরাইট আইনে নিবন্ধন করা যায় তা হলোঃ গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা তথ্য, ভ্রমণ কাহিনী, নাটকের পান্ডলিপি্, চলচিত্রের পান্ডলিপি, সংবাদ/অনুসন্ধান প্রতিবেদন, পাঠ্যপুস্তক সহায়িকা, গ্রামার/ডিকশোনারি, অনুবাদ কর্ম, স্লোগান, গীতি কবিতা, বাংলায় রুপান্তরিত সংলাপ, উদ্ভাবনমূলক ধারণা তথ্য।
Software Work
The things that can be registered under the Bangladesh Copyright Act are: Computer software, computer games, mobile apps, web applications, as well as web sites, e-mail and any other means of electronic communication, such as websites, web pages, YouTube channels. , Facebook fan page, online portal, e-commerce site.
সফটওয়্যার কর্ম
সফটওয়্যার কর্মে যে সকল বিষয় সমুহ বাংলাদেশ কপিরাইট আইনে নিবন্ধন করা যায় তা হলোঃ কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার গেমস, মোবাইল এ্যাপস, ওয়েব এ্যপ্লিকেশন, তাছাড়াও ওয়েব সাইট, ই-মেইল ও ইলেক্ট্রনিক্স যোগাযোগ সমুহ এর অন্য কোনো মাধ্যম, যেমনঃ ওয়েবসাইট, ওয়েব পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ফেন পেজ, অনলাইন পোর্টাল, ই-কমার্স সাইট
Music Work
The subjects that can be registered under the Bangladesh Copyright Act are: music related to films, modern, folk music, patriotic songs, Rabindra Sangeet, Nazrul Sangeet, Palligiti, Baul songs, Lalon Geeti, Hasan Rajar songs, band music.
সংগীত কর্ম
সংগীত কর্মে যে সকল বিষয় সমুহ বাংলাদেশ কপিরাইট আইনে নিবন্ধন করা যায় তা হলোঃ চলচ্চিত্র বিষয়ক সংগীত, আধুনিক, লোক সংগীত, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পল্লীগীতি, বাউল গান, লালন গীতি, হাসন রাজার গান, ব্যান্ড সংগীত।
Artistic Work
The subjects that can be registered under Bangladesh Copyright Act are: Sculpture, Sketch, Map, Chart, Design, Engraving, Photograph, Architectural Design, Imprint Image, Picture, Comics Cartoon, Fine, Arts & Crafts, Portrait Portrait, Graphics Design , Artistic image, scratch.
শিল্প কর্ম
চিত্র কর্মে যে সকল বিষয় সমুহ বাংলাদেশ কপিরাইট আইনে নিবন্ধন করা যায় তা হলোঃ ভাষ্কর্য, রেখাচিত্র, মানচিত্র, চার্ট, নকশা, খোদাই, ফোটোগ্রাফ, স্থাপত্যের নকশা, ছাপ চিত্র, ছবি, কমিকস কার্টুন, চারুলিপি, চারু ও কারুকলা, প্রতিক প্রতিকৃতি, গ্রাফিক্স ডিজাইন, আর্টিস্টিক ইমেজ, স্ক্রেচ।
Recording Work
The things that can be registered under the Bangladesh Copyright Act are: Audio work of advertisement work, documentary, music video, radio program, tutorial etc.
রেকর্ড কর্ম
রেকর্কড র্মে যে সকল বিষয় সমুহ বাংলাদেশ কপিরাইট আইনে নিবন্ধন করা যায় তা হলোঃ বিজ্ঞাপন কর্ম,ডকুমেন্টারী, মিউজিক ভিডিও, রেডিও প্রোগ্রাম, টিউটোরিয়াল ইত্যাদির অডিও কর্ম।
Folk Cultural Expression and Folk Knowledge
Folk Cultural Expression and Folk Knowledge: Expression and Folk Knowledge: Subjects can be registered under the Bangladesh Copyright Act.
লোক সাংস্কৃতিক অভিব্যক্তি ও লোক জ্ঞানঃ
লোক সাংস্কৃতিক অভিব্যক্তি ও লোক জ্ঞানঃ অভিব্যক্তি ও লোক জ্ঞানঃ বিষয় সমুহ বাংলাদেশ কপিরাইট আইনে নিবন্ধন করা যায় তা হলোঃ বিভিন্ন সম্প্রদায়ের এতিহ্যবাহী সৃষ্টিকর্ম যেমন, নকশী কাথা, মৃৎ শিল্প, হস্ত শিল্প ইত্যাদি।
Film Work
Subjects that can be registered under the Bangladesh Copyright Act are: Full-length films, short films, telefilms, music videos, dramas, movie songs, full-length films (TV rights), full-length films (digital rights), TV rights and digital rights, full-length films. (TV Right, Hall Right and Digital Right), full length movies (TV Right and Hall Right), web series, web film.
চলচ্চিত্র কর্ম
চলচ্চিত্র কর্ম বিষয় সমুহ বাংলাদেশ কপিরাইট আইনে নিবন্ধন করা যায় তা হলোঃ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, শর্ট ফিল্ম, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, নাটক, চলচ্চিত্রের গান, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (টিভি রাইট), পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (ডিজিটাল রাইট), টিভি রাইট ও ডিজিটাল রাইট, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (টিভি রাইট, হল রাইট ও ডিজিটাল রাইট), পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (টিভি রাইট ও হল রাইট), ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম।
কপিরাইট রেজিষ্ট্রেশনে সাধারন সুবিধা সমুহঃ
Legal recognition of the originality of intellectual property
- Legal recognition of the originality of intellectual property
Inheritance guarantees ownership - Certificates of ownership of intellectual property and freed from the complexities of ownership.
- The exclusive right to reproduce, sell, market, license, and display intellectual property in a variety of ways.
- The Copyright Registration Certificate provides legal redress in administrative, criminal and civil courts for the misuse of intellectual property.
- Protecting the reputation of the organization as well as reputation (good will).
- As Bangladesh is a member of the World Intellectual Property Organization, the Copyright Charter protects the economic and moral rights of any country in the world on the basis of the laws of that country.
মেধা সম্পদের মৌলিকত্বের আইনগত স্বীকৃতিঃ
- উত্তারাধীকার সুত্রে মালিকানার সত্ব নিশ্চিত হয়
- মেধা সম্পদের মালিকানা বিষয়ক প্রমাণপত্র এবং মালিকানা সংক্রান্ত উদ্ভত জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়।
- মেধা সম্পদ বিভিন্ন পন্থায় পূণরুথপাদন, বিক্রয়, বাজারজাত করন, লাইসেন্স প্রদান, এবং জন সম্মুখে প্রদর্শনির ক্ষেত্রে একচ্ছত্র অধিকার।
- কপিরাইট রেজিষ্ট্রেশন সনদ মেধা সম্পদের অবেধ ব্যবহারের ক্ষেত্রে প্রশাসনিক, ফোজদারী ও দেওয়ানী আদালতে আইনগত প্রতিকার লাভে সহায়ক হয়।
- প্রতিষ্টানের পরিচিতি সকিয়তা তথা সুনাম (গুড উইল) কে সুরক্ষা প্রদান।
- বাংলাদেশ বিশ্ব মেধা সম্পদ সংস্থার সদস্য হওয়ায় কপিরাইট সনদ বিশ্বের যে কোনো দেশে উক্ত দেশের প্রচলিত আইনের ভিত্তিতে অর্থন্তিক ও নেতিক অধিকার সংরক্ষণ করে।
Copyright Registration Fee : We charge registration fee along with our service fee up to issuance a certificate if it does come on obligation, please click on the “Check Fee'” button